ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. তারেক মাহমুদ বাবু একই এলাকার মৃত হেলাল হাওলাদারের ছেলে।
সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের চর নন্দনপুর গ্রামে এ ঘটনা তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বাবুর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাত রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।