আদিপুরুষ: নেপালের কাছে ক্ষমা চেয়েছে টি-সিরিজ

0

‘আদিপুরুষ’ সিনেমায় সীতাকে ‘ভারত কন্যা’ বলে উল্লেখ করে নেপালের তোপের মুখে পড়েছে টি-সিরিজ।

পাল্টা ব্যবস্থা হিসেবে সব ভারতীয় ছবির প্রদর্শন ও মুক্তি নিষিদ্ধ করেছে নেপাল। এই ঘটনায় নড়েচড়ে বসেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ। ভারত সরকারও আছে একই দলে।।

ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরও বলেছেন, দর্শকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে দেওয়া হবে না। ‘আপত্তিকর’ সংলাপ বদলানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভুলের দায় স্বীকার করে সংলাপ লেখক মনোজ মুনতাসির শুক্লা জানিয়েছেন, যে পাঁচটি সংলাপ নিয়ে আপত্তি উঠেছে সেগুলো শুধরে দেওয়া হবে।

কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ ও সেন্সর বোর্ডকে পাঠানো চিঠিতে টি-সিরিজ বলেছে, ‌‘যদি কোনোভাবে নেপালের জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য শুরুতেই ক্ষমা চাইছি।  কোনো ধরনের বিভেদ তৈরি ইচ্ছে আমাদের নেই।’

টি-সিরিজের দাবি, ‘চলচ্চিত্রে সীতার জন্মস্থানের কথাও উল্লেখ করা হয়নি। যে সংলাপটি নিয়ে আপত্তি উঠেছে, সেই সংলাপে নারীদের, বিশেষ করে ভারতীয় নারীদের মর্যাদা আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ-সেটা বোঝানো হয়েছে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here