রাত পোহালেই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দক্ষিণি ছবি ‘আদিপুরুষ’। তার আগেই এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা দেখার মতো। দিল্লি, মুম্বাইসহ দেশের মেট্রো সিটিগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। এতে দর্শকের ব্যাপক আগ্রহের কারণে ভারতজুড়ে অনেক শো পেয়েছে ছবিটি। এমনকি, কোনো কোনো প্রেক্ষাগৃহে তো ভোর চারটায়ও প্রদর্শনী থাকছে। খবর বলিউড হাঙ্গামার।
এদিকে, মুক্তির আগেই রেকর্ড ব্যবসা করে ফেলেছে প্রভাস-কৃতি শ্যাননের ছবিটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি-মুম্বাইয়ের প্রেক্ষাগৃহ থেকে মাল্টিপ্লেক্সের মালিকেরা ‘আদিপুরুষ’-এর টিকিট বিক্রি করে মাথা তুলতে পারছেন না! দ্রুত হারে বিক্রি হচ্ছে টিকিট। প্রায় প্রতিটা হলের সব শো-ই হাউজফুল। দিল্লি-মুম্বাইয়ে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য ২০০০ টাকায় ‘আদিপুরুষ’-এর টিকিট কিনছেন অনুরাগীরা।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, হিন্দিতে আদিপুরুষের আনুমানিক উদ্বোধনী আয় ২৫ থেকে ৩০ কোটির মধ্যে হতে পারে। সিনেমা বিশ্লেষকদের মতে, সকল ভাষায় মুক্তির প্রথম দিনে পাঠানকে জোরেশোরো টক্কর দিতে যাচ্ছে আদিপুরুষ। ওম রাউতের লেখা ও পরিচালনায় ‘আদিপুরুষ’-এ দেবতা রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। লঙ্কেশ্বর রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। মাতা জানকির ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’।