কয়েকদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে ‘অদ্ভুত’ এক কাণ্ড ঘটিয়েছেন আদিত্য নারায়ণ। গাইতে গিয়ে কলেজছাত্রের ওপর মাথাগরম করে তাকে মাইক দিয়ে মারেন, ছুড়ে ফেলে দেন ওই ছাত্রের ফোন। আদিত্যর এমন কাণ্ডে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। তার মিষ্টি স্বভাবের প্রশংসা সর্বত্র। তার ছেলে আদিত্যের মাথাগরম করার ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন সময় অতীতেও মেজাজ গরম করে নানা কাণ্ড ঘটিয়েছেন। তবে এবার গাইতে গিয়ে আদিত্যের এমন মেজাজ দেখে, নিন্দা করছেন অনেকেই।
যদিও অনুষ্ঠানের উদ্যোক্তারা এর পর দোষ চাপিয়েছেন ওই ভক্তের ওপরেই। আর ওই যুবক বলছেন, আদিত্য স্যারকে সকলেই ফোন দিচ্ছিল। উনি সেলফি তুলে ফোন দিয়ে দিচ্ছিলেন। আমিও ফোন এগিয়ে দিই। তাতেই রেগে গিয়ে ফোন হাত থেকে নিয়ে ছুড়ে ফেলে দেন। আমাকে মাইক দিয়ে মারেন। কিন্তু হঠাৎ কেন এমন করলেন, তার কারণ বুঝতে পারলাম না।
আদিত্যের এই ব্যবহারে তার ফোন প্রায় দু’টুকরো হয়ে যায়। এই ঘটনার পর একাধিক বার উদিতের নারায়ণের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতি বারই ফোন কেটে দেন গায়ক।