আদালত থেকে দুই জঙ্গি ছিনতাই ঘটনার সমন্বয়ক সোহেলের স্ত্রী গ্রেফতার

0

ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাই ঘটনার মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের সঙ্গে নিয়ে পলাতক জঙ্গি গ্রেফতারে অভিযান চালাচ্ছে সিটিটিসি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর দুপুরে দুই জঙ্গিকে একটি মামলায় ঢাকার আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশের চোখে-মুখে স্প্রে করে জঙ্গি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেওয়া হয়। এই দুই জঙ্গি দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here