আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন জেরিন খান

0

ভারতের শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে সোমবার হাজিরা দেন অভিনেত্রী। ২০১৮ সালে কালীপূজার অনুষ্ঠানে কলকাতা ও আশপাশের বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠানে আসার কথা ছিল জেরিনের। সেজন্য নাকি ১২ লাখ রুপি অগ্রিম নিয়েও শেষ পর্যন্ত অনুষ্ঠানে আসেননি তিনি।

সেই ঘটনার প্রেক্ষিতে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিযোগের প্রেক্ষিতে চার্জশিট দাখিল করে নারকেলডাঙা থানা। সেই মামলায় গত সেপ্টেম্বর মাসে জেরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এদিন আদালতে আত্মসমর্পণ করেন জেরিন। 

সঙ্গে শর্ত রয়েছে, আদালতের থেকে আগাম অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে পা রাখতে পারবেন না। আগামী ২৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনও অভিনেত্রীকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দাবি, ২০১৮ সালে কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট ছ’টি কালীপূজার উদ্বোধনে আসার কথা ছিল অভিনেত্রীর। সেই মতো অগ্রিম টাকা নিয়েও শেষ পর্যন্ত জেরিন আর আসেননি। পরে জেরিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় মামলা হয়।

সূত্র : টিভি নাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here