আত্মহত্যা করেছেন ‘নাইট রাইডার’ অভিনেত্রী পামেলা বাখ

0

আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ‘ নাইট রাইডার’ ও  ‘বেওয়া ‘-খ্যাত অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর। সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।

আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে টিএমজেড জানিয়েছে, পামেলার পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। পরে তারা পামেলার হলিউড হিলসের বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ দেখতে পান এবং সেখানে তাকে মৃত অবস্থায় খুঁজে পান।

৫ মার্চ রাত ১০টার পর প্যারামেডিক একটি টিম পামেলার বাড়িতে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা পামেলাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলি লেগেছিল, তবে সেখান থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

লস অ্যাঞ্জেলেস মেডিকেল পরীক্ষক অফিস জানিয়েছে, পামেলা আত্মহত্যা করেছেন।

পামেলা বাখ ১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে— ‘দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’, এবং ‘ভাইপার’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here