আতলেতিকোর বিপক্ষে আর্সেনালের গোল উৎসব

0
আতলেতিকোর বিপক্ষে আর্সেনালের গোল উৎসব

চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। মিকেল আর্তেতার শিষ্যরা নিজেদের ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দেখালো একক আধিপত্য, ১৩ মিনিটের ঝড়ো পারফরম্যান্সে চার গোল দিয়ে উড়িয়ে দিল স্প্যানিশ ক্লাবটিকে।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ৪-০ গোলের জয়ে উচ্ছ্বসিত আর্সেনাল ভক্তরা। দলের পক্ষে জোড়া গোল করেছেন সুইডিশ ফরোয়ার্ড ভিক্তর ইয়োকেরেস। একটি করে গোল এসেছে গাব্রিয়েল মার্তিনেল্লি ও গাব্রিয়েল মাগালিয়াইসের পা থেকে।

প্রথমার্ধে গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় দুই দলই, কিন্তু গোলশূন্যভাবেই বিরতিতে যায় ম্যাচ। তবে দ্বিতীয়ার্ধে নামতেই রঙ বদলায় আর্সেনাল। যেন এক ঝড় এসে সব ওলটপালট করে দেয় আতলেতিকোর রক্ষণভাগে।

৫৭তম মিনিটে ডেক্লান রাইসের ফ্রি কিকে হেড করে গোলের সূচনা করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালিয়াইস। এরপর মাত্র ১৩ মিনিটের মধ্যে আরও তিনবার গোলের মুখ দেখে স্প্যানিশ ক্লাবটি।

৬৪ মিনিটে ডি বক্সে মাইলস লুইস-স্কেলির দুর্দান্ত পাস থেকে প্রথম টাচেই বল জালে জড়ান মার্তিনেল্লি। ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি আর্সেনালের দখলে।

এরপর আসে ভিক্তর ইয়োকেরেসের সময়। ৬৭ মিনিটে এজের ব্যর্থ শট থেকে বল পেয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জ এড়িয়ে লক্ষ্যভেদ করেন তিনি। আর ৭০ মিনিটে কর্নার থেকে দ্বিতীয় গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই সুইডিশ ফরোয়ার্ড। গত মাসের পর এটি ছিল তার প্রথম গোল, আর ফিরতেই এমন পারফরম্যান্সে মুগ্ধ গোটা স্টেডিয়াম।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা প্রত্যাশীদের কাতারে নিজের অবস্থান আরও শক্ত করলো আর্সেনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here