চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গতকাল রাতে আতলেতিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। নির্ধারিত সময় শেষের ১১ মিনিট বাকি থাকতে গোলটি করেন মার্কো আর্নাতোভিচ।
প্রতিপক্ষের মাঠে প্রথম সুযোগটি পায় আতলেতিকো। তবে বক্সের ভেতর থেকে ঠিকঠাক শট নিতে পারেননি সামুয়েল লিনো। পরের মিনিটে বক্সে দলটির ডিফেন্ডার নাহুয়েল মোলিনার হাত বল লাগলে পেনাল্টির আবেদন করেন ইন্টারের ফুটবলাররা, তবে রেফারির সাড়া মেলেনি। প্রথমার্ধে ইন্টারও সুযোগ তৈরি করে কয়েকটি। তবে গোল হয়নি কারও।