আড়াল ভেঙে ‌‘সুসংবাদ’ দিলেন মোনালি

0
আড়াল ভেঙে ‌‘সুসংবাদ’ দিলেন মোনালি

অনেক দিন ধরেই আড়ালে আছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। এখন আর আগের মতো সিনেমার গান কিংবা মঞ্চে কোথাও দেখা যায় না তাকে। প্রিয় গায়িকাকে নিয়ে উদ্বেগ বাড়ে ভক্তদের মনে। এবার প্রকাশ্যে এসে আশ্বস্ত করলেন ভক্তদের, সঙ্গে দিলেন নতুন কাজের খবর। 

সম্প্রতি নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগাভাগি করেছেন মোনালি। জানালেন আড়ালে থাকার কারণ। তিনি বলেন, পূজার আগে থেকেই ভীষণ অসুস্থ আমি। একটার পর একটা শারীরিক সমস্যা যেন আমার পিছু ছাড়ছে না। দাঁতে হঠাৎই একটা সমস্যা দেখা দেয়। তার ফলে দাঁতে অস্ত্রোপচার করতে হয়েছিল।

তিনি আরও বলেন, ওই সময় আমাকে কেউ দেখলে অবাক হয়ে যেত, আমার মুখ এতটাই ফুলে গিয়েছিল তখন। এটা শেষ হতেই মারাত্মক জ্বর হয়। এখন একটু ভালো আছি। এটা ভেবে ভালো লাগে যে, আপনারা আমার খেয়াল রেখেছেন। আমি সবাইকে তাই ধন্যবাদ জানাতে চাই।

মোনালি বলেন, এত বছর ধরে গানবাজনার সঙ্গে যুক্ত আছি। অনেক ছোট থেকে কাজ করছি। এতটা কম বয়স থেকে কাজের চাপ নিয়েছি যে এখন একটু অসুবিধাই হচ্ছে। এখন ছুটি কাটাচ্ছি। সঙ্গে নতুন কাজের পরিকল্পনাও করছি। সবটা মিলিয়েই মনে হলো যে, তোমাদের সঙ্গে একটু আলোচনা করি।

নতুন কাজের বিষয়ে গায়িকা বলেন, আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে আসব ঠিক করেছি। আর নিয়মিত সোশ্যাল মিডিয়ায়ও আসব।

দীর্ঘদিন ধরেই ভারতের বাইরে থাকেন মোনালি। গোপনে সেখানে বিয়েও সেরেছিলেন গায়িকা। তার সেই বিয়ে নিয়েও অনেক জল্পনা শোনা যায়। অনেকের মনেই প্রশ্ন মোনালির সেই বিয়ে আদৌ টিকে আছে কিনা! যদিও এই নিয়ে কখনো মুখ খোলেননি তিনি। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন গায়িকা।

বেশ কয়েক মাস আগে তার এক মন খারাপের পোস্ট উসকে দিয়েছিল জল্পনা। সেই পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন যে, তাহলে কি বিবাহিত ও ব্যক্তিগত জীবনে সুখী নন গায়িকা? তবে সেই সময় ওই জল্পনা নিয়ে কোনো বাক্যব্যয় করেননি মোনালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here