আড়াইহাজারে ইমন হত্যায় দুই আসামির রিমান্ড মঞ্জুর

0
আড়াইহাজারে ইমন হত্যায় দুই আসামির রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চুরি নিয়ে সংঘর্ষের ঘটনায় ইমন হত্যার দুই আসামিক চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ অক্টোব) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এই আদেশ দেন। 

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম খান আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করেছিল। বিচারক শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

এর আগে গতকাল ইমন হত্যায় দুই আসামিকে খাগড়ছাড়ি সদরের ইসলামপুর এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই। তারা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মারুয়াদী গ্রামের মৃত হাসমের ছেলে দিল মোহাম্মদ (৬৫) এবং তার ছেলে আল মাহাবুব (৩৭)।

গত ৫ অক্টোবর আড়াইহাজার উপজেলার মারুয়াধী বাজারে অটোরিকশা চুরি করে পালানোর সময় আসামি এমরানকে আটক করে স্থানীয়রা। এসময় এমরানের সহযোগীরা তাকে ছাড়াতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলার সময় ইমনকে ছুরিকাঘাত করেন তারা। দুইদিন চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় হত্যা মামলা হলে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here