মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশ সময় ভোরে আটলান্টার মুখোমুখি হয়েছিল মায়ামি।
ম্যাচে প্রথমার্ধেই সাবা লোবজানিদজের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন তিনি। মাঝে ৬২ মিনিটে মেসি এক গোল শোধ করলেও ৭৩ মিনিটে মায়ামির জালে শেষ পেরেক ঠুকে দেন জামাল থিয়ারে।
এই ম্যাচের হারের পরও এমএলএস ইস্টার্ন কনফারেন্সে প্রথম স্থান ধরে রেখেছে মায়ামি। ন্যাশভিলের কাছে ২-০ গোলে হেরে ১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দুইয়ে অবস্থান করেছে সিনসিনাটি।