সমুদ্রসীমা লঙ্ঘনের জন্য আটক ৩২ জন বাংলাদেশি এবং ৪৭ জন ভারতীয় জেলেকে প্রত্যাবাসন করেছে বাংলাদেশ ও ভারত।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক রেখা বরাবর বঙ্গোপসাগরে এই হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ড সদস্যদের কাছ থেকে ৩২ জন বাংলাদেশি জেলেকে গ্রহণ করে এবং আনুষ্ঠানিকভাবে ৪৭ জন ভারতীয় জেলেকে হস্তান্তর করে।
এ সময় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকাও ফেরত দিয়েছে এবং বাংলাদেশ কোস্টগার্ড তিনটি ভারতীয় মালিকানাধীন মাছ ধরার জাহাজ ফেরত দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ উপকূলীয় রক্ষী বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাগুলির যৌথ প্রচেষ্টায় প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

