আঞ্চলিক অফিস চালু করতে যাচ্ছে বিসিবি

0
আঞ্চলিক অফিস চালু করতে যাচ্ছে বিসিবি

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও পরিকল্পনা পৌঁছে দিতে প্রথমবারের মতো দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক শাখা অফিস চালু করতে যাচ্ছে বিসিবি। শনিবার (৩ জানুয়ারি) সিলেটে প্রাথম আঞ্চলিক অফিস উদ্বোধন করার কথা রয়েছে। 

পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভাগীয় শহর চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে। বোর্ডের একটি সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম।

তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে। এছাড়া আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে, যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান।

ক্রিকেটের অন্যান্য দেশের মধ্যে ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো আঞ্চলিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিসিবির কর্মকর্তারা মনে করছেন,তৃণমূল পর্যায়ে ক্রিকেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here