আজ ৬ ডিসেম্বর, হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী হবিগঞ্জ শহর ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় পুরো জেলা।
৫ ডিসেম্বর রাতেই মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করেন। এর পরবর্তী ভোরে পাক সেনা ও রাজাকাররা শহর ছেড়ে পালিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জকে মুক্ত ঘোষণা করেন এবং সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করেন। শহরবাসী জয় বাংলা স্লোগানে মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানায়।
মহান মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জ ছিল ৩ নম্বর সেক্টরের আওতায়। এই সেক্টরের দায়িত্বে ছিলেন মেজর শফিউল্লাহ। তার নেতৃত্বে হবিগঞ্জ সীমান্ত এলাকার দুর্গম স্থানে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে একাধিক তুমুল যুদ্ধ হয়। ডিসেম্বরের শুরুতে মুক্তিযোদ্ধারা জেলা শহরের কাছাকাছি পৌঁছে চূড়ান্ত বিজয় নিশ্চিত করেন।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক বলেন, ‘হবিগঞ্জ মুক্ত দিবস আমাদের একটি উৎসবের দিন। দিনটিকে সরকারি ভাবেও পালনের দাবি জানাই।’

