আজ সুপার সাইক্লোন সিডর দিবস, এখনো হয়নি টেকসই বেড়িবাঁধ

0

আজ সুপার সাইক্লোন সিডর দিবস। এদিন ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পাশাপশি প্রায় ২০ ছুট উচ্চতার জলোচ্ছাসে লণ্ডভণ্ড হয়ে যায় খুলনা ও রবিশাল বিভাগের উপকূলীয় সব জেলা। 

বাগেরহাটের শরণখোলা উপজেলাতেই প্রাণ হারায় ১১০০ উপর মানুষ। এরমধ্যে সাউথখালী ইউনিয়নেই ৮ শতাধিক মানুষ মারা যায়। পাশাপাশি বিধ্বস্ত হয় হাজার-হাজার ঘরবাড়ি, মারা যায় লক্ষাধিক গবাদি পশু। 

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরই নয়, গত ৫০ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট ৬০টি ঘূর্ণিঝড়ের ৩৬টিই দেশের উপকূলে আঘাত হানে। ব্যাপক প্রাণহানীসহ লণ্ডভণ্ড করেছে উপকূলীয় জনপদ। সিডরে ব্যাপক প্রাণহানীর পর ২০১৬ সালে সরকার বাগেরহাটের শরণখোলায় লোকজনের প্রাণহানী থেকে রক্ষায় প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ৬৩ কিলোমিটার টেকসইবাঁধ নির্মাণ শেষ হবার আগেই ২৫ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এই অবস্থায় এলাকার লোজকন এখন বলেশ্বর নদ শাষন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here