আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের অ্যামেচার গলফারদের অংশগ্রহণে ‘৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫’। বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে এবং ভিভোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের খেলা শুরু হবে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায়।
এই চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান—মোট আটটি দেশ।
বাংলাদেশ গলফ ফেডারেশনের চিফ কো-অর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহসান আজিজ বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাতটি অতিথি দেশ ইতোমধ্যে এসেছে। এখন আট দলের প্রতিদ্বন্দ্বিতার অপেক্ষা।
শিরোপার স্বপ্ন দেখছে স্বাগতিক বাংলাদেশও। দলের তারকা গলফার শফিকুল বলেন, আমি ও আমার দলের গলফাররা কঠোর অনুশীলন করেছি। হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভালো খেলতে পারলে আমরা চ্যাম্পিয়ন হবো।
অস্ট্রেলিয়ার গলফার পারভেজ বলেন, প্রথমবার এখানে এসেছি। খুব ভালো লাগছে। চেষ্টা করবো ভালো খেলতে। থাইল্যান্ডের গলফার ক্রিয়াংক্রাই কাইয়াং বলেন, এখানে খেলতে পারা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। আশা করছি ভালো খেলতে পারবো।
পাকিস্তানের গলফার ইলিয়াস আহমেদ বলেন, আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এসেছি। প্রস্তুতি ভালো। নেপালের গলফার তেনজিং সেরিং বলেন, কুর্মিটোলা গলফ কোর্স খুব সুন্দর, তবে চ্যালেঞ্জিং। তারপরও আমরা আশাবাদী।
শ্রীলঙ্কার গলফার সুন্দরম দুয়ারসা বলেন, এমন টুর্নামেন্টে ভালো করা কঠিন হলেও আমাদের প্রস্তুতি ভালো।
আফগানিস্তানের গলফার নুর আহমেদ ফজল বলেন, এটা দারুণ একটি গলফ কোর্স। সেরা খেলতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হবো।
ভুটানের গলফার ডেসেন চৌডা বলেন, হঠাৎ খেলতে নেমে শিরোপা জেতা কঠিন, তবে আমি চেষ্টা করবো। আগামী ১৯ ডিসেম্বর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে।

