নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেতে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কানাডা প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার সমিত সোম। আজ মঙ্গলবার রাত ১১:৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন কাভালরি এফসির এই ফুটবলার।
সমিত আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন। ম্যাচের আগে একদিন দলের সঙ্গে প্রাকটিস করার সুযোগ পাবেন তিনি। আগামীকাল অংশ নেবেন কোচ হাভিয়ের কাবরেরার অনুশীলন সেশনে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় সমিতের আগমনের আগে দলের স্প্যানিশ কোচ জানিয়েছেন, ‘আজ রাতে আসার পর তাঁর শারীরিক অবস্থা দেখা হবে। হামজা এবং সমিতের যত্ন নেওয়া হবে, আশা করছি দুজনেই নেপালের বিপক্ষে খেলতে পারবে।’
এর আগে গত সোমবার বিকেলে ঢাকায় পৌঁছান হামজা চৌধুরী। আজ দলের সঙ্গে প্রথম অনুশীলন সম্পন্ন করেছেন। সব ঠিক থাকলে নেপাল ম্যাচের শুরু থেকেই মাঠে দেখা যাবে লেস্টার সিটির তারকাকে। সমিত খেলতে পারেন বদলি হিসেবে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবেন জামাল ভুঁইয়ারা।

