আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দিল্লি ও কলকাতা নাইট রাইডার্স। দিল্লির সাবেক ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এই ম্যাচে কী মুখোমুখি হবেন বাংলাদেশের দুই তারকা লিটন কুমার দাস এবং মুস্তাফিজুর রহমান?
বাংলাদেশের এই দুই তারকা রয়েছেন এখন দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দিল্লির হয়ে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে কেকেআরের হয়ে এখনও মাঠে নামতে পারেননি লিটন দাস। কলকাতার বিদেশি ওপেনার রহমানুল্লাহ গুরবাজ টানা কয়েক ম্যাচ খারাপ খেলার কারণে আজ মাঠে নামার সম্ভাবনা রয়েছে লিটন দাসের।