আজ মুক্তি পাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস’ এর নতুন পর্ব

0
আজ মুক্তি পাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস’ এর নতুন পর্ব

নেটফ্লিক্সের সর্বকালের অন্যতম সফল সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। ২০১৬ সালে হকিন্স নামের ছোট্ট শহরটিকে কেন্দ্র করে শুরু হয় জনপ্রিয় সিরিজটি। যা বিশ্বজুড়ে কোটি দর্শককে আটকে রেখেছে। প্রায় ১০ বছর পর সিরিজটি শেষ হতে যাচ্ছে।

এর আগে দর্শকদের জন্য সিরিজটির শেষ সিজন স্ট্রেঞ্জার থিংস ফাইভ মোট ৮টি পর্বে মুক্তি পাচ্ছে এবং এটি তিন ধাপে প্রকাশ করা হবে। এর আগে প্রথম চারটি পর্ব ইতিমধ্যেই ২৬ নভেম্বর নেটফ্লিক্স-এ প্রিমিয়ার হয়েছে। পরবর্তী ৫ থেকে ৭ পর্ব বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে। আর শেষ পর্বটি দেখা যাবে বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর।

নির্মাতা প্রতিষ্ঠান ডাফার ব্রাদার্স জানিয়েছে, এই সিজন হবে সিরিজের মধ্যে সবচেয়ে ভয়ানক অধ্যায়। চতুর্থ সিজনের শেষে হকিন্স সিটি ‘আপসাইড ডাউন’-এর কবলে পড়েছিল, আর এই সিজনে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বড় ধরনের লড়াই ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফ্যানরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, এল ও তার দল হকিন্সকে কি আবার আগের অবস্থায় ফিরাতে পারবে এবং প্রিয় চরিত্রগুলোর মধ্যে কে বেঁচে থাকবে, কে মারা যাবে।

ভক্তদের জন্য শেয়ার করা অনুভূতির সুযোগ করে দিতে নেটফ্লিক্সও তাদের পরিকল্পনাকে সমর্থন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here