আজ ব্যাংক খোলা শিল্প এলাকায়

0

ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার কয়েকটি এলাকায় ব্যাংক খোলা রয়েছে। মূলত পোশাক কারখানার কর্মীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে শিল্প এলাকায় রবিবার ব্যাংক খোলা থাকছে। তবে পূর্ণ দিবসের বদলে এ দিন সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলছে নির্ধারিত সময়ে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মাসুমা সুলতানা জানিয়েছিলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পােশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ৫, ৬ ও ৭ এপ্রিল সীমিত পরিসরে খােলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পােশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here