চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো রেক বদলে আজ মঙ্গলবার সকাল থেকে সুবর্ণ এক্সপ্রেস সদ্য আমদানিকৃত কোরিয়ান রেক নিয়ে চলবে।
সোমবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
নতুন রেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৩৬টি বগির উপর থাকবে ১৮টি কোচ। পুরো রেকের আসন সংখ্যা হবে ৮৯০টি।