আজ ঢাকায় গাইবেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ

0

পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ এখন ঢাকায়। ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে পাকিস্তান থেকে ঢাকায় পা রেখেছেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।

কনসার্টে অংশ নিতে পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রোজেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। প্রথমবার ঢাকায় আসতে পেরে উচ্ছ্বসিত তরুণ এ গায়ক।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকায় পৌঁছান জাহিদ। জনপ্রিয় এ গায়ককে ঢাকায় নিয়ে এসেছে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে জমকালো গানের আসর ‘মেলোডি আনলিশড’ কনসার্ট।

এ কনসার্টের প্রধান আকর্ষণ জাহিদ। তবে বিদেশি এ সংগীতশিল্পীর সঙ্গে একই মঞ্চে গান গাইবেন বাংলাদেশের সংগীতশিল্পীরাও।

মুস্তফা জাহিদ পাকিস্তান ও বলিউডের সংগীতপ্রেমীদের কাছে এক আইকনিক নাম। তিনি শুধু পাকিস্তানেই নন, বলিউডের অসংখ্য জনপ্রিয় গানেও কণ্ঠ দিয়েছেন।

মুস্তফা জাহিদের গাওয়া ‘রোজেন’ ব্যান্ডের অসংখ্য হিট গান রয়েছে যা ভক্তদের মন জয় করেছে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ভুলা দেনা, জো তেরে সং, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, রিস্তা পুরানা, তো ফের আও ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here