কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ। তারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবনের কথা এবং বর্ণাঢ্য কর্মজীবনের গল্প।
এরই ধারাবাহিকতায় এবারের পর্ব, অর্থাৎ ৩৫তম পর্বে অতিথি হয়ে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোজিনা। এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। পর্বটি জিটিভিতে প্রচার হবে আজ (রবিবার) রাত ৮টা ৩০ মিনিটে।
এই অনুষ্ঠান সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এই অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি, এই পর্বটিও তাদের ভালো লাগবে।’
অতিথি রোজিনা বলেন, ‘আড্ডার ছলে কখন যেন নিজের জীবনের অনেক কথাই বলে ফেলেছি এই অনুষ্ঠানে। তাও এমন সব কথা, যেগুলো সচরাচর বলা হয় না। তাই আশা করছি, পর্বটি দর্শক উপভোগ করবেন।’

