আজ ইকবাল খন্দকারের অতিথি ফাহমিদা নবী

0
আজ ইকবাল খন্দকারের অতিথি ফাহমিদা নবী

জিটিভিতে আজ (রবিবার) রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে আলোঘর প্রকাশনা নিবেদিত শিল্প-সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। 

আজকের পর্ব তথা ১৪তম পর্বের অতিথি সংগীত শিল্পী ও লেখক ফাহমিদা নবী। একান্ত আলাপচারিতায় তিনি প্রকাশ করেছেন সংগীত এবং সাহিত্যের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততার নেপথ্য গল্প। যেসব গল্প অনেক দর্শকেরই অজানা। 

জীবনীমূলক এই আয়োজন সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষগুলোর সৃষ্টিশীল কাজের সঙ্গেই কেবল পরিচিত। তবে তাদের ব্যক্তিজীবন সম্পর্কে একটু কমই জানি। এই অনুষ্ঠান মূলত তাদের ব্যক্তিজীবন সম্পর্কে জানানোর অনুষ্ঠান। যে কারণে ইতোমধ্যেই অনুষ্ঠানটি জায়গা করে নিয়েছে দর্শকের পছন্দের তালিকায়। 

আর ফাহমিদা নবী বলেন, ‘এই অনুষ্ঠানে নিজের জীবনের এমন অনেক কথা বলেছি, যেগুলো সচরাচর বলা হয়ে ওঠে না। কথাগুলো বলতে পেরে নিজের কাছে ভালো লেগেছে। আশা করছি দর্শকের কাছেও ভালো লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here