আজীবন সম্মাননা পাচ্ছেন আব্দুস সাদেক

0

বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক তিনি। ফুটবলে নেতৃত্ব দিয়ে লিগ জিতিয়েছেন আবাহনীকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন লং জাম্পে। এমনকি আরমানিটোলা স্কুলের হয়ে ক্রিকেটে হারিয়েছেন প্রথম বিভাগের দল বিবিসি ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে! 

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখায় আব্দুস সাদেক পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি।

খেলোয়াড়দের মধ্যে ক্রিকেটার তাসকিন আহমেদ, নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ভারোত্তোলক জিয়াউল ইসলাম রয়েছেন। উদীয়মান খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টেবিল টেনিসের হৃদয় ও আরিফুল ইসলাম।

ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পাবেন তৃণমূলের হকি সংগঠক ওস্তাদ ফজলু এবং ময়মনসিংহের কলসিন্দুরের মালা রাণী।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এখন সবচেয়ে আলোচিত খেলা আর্চারি। খুব অল্প সময়ের মধ্যে খেলাটি আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেওয়ায় আর্চারি ফেডারেশন পাচ্ছে সেরা সংগঠনের স্বীকৃতি। ক্রীড়া সাংবাদিক কোটায় ফটোগ্রাফার বীর মুক্তিযোদ্ধা খন্দকার তারেক নুরুল্লাহ, এবং পৃষ্ঠপোষক কোটায় শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)। এছাড়া খেলাধুলায় প্রয়োজন পৃষ্ঠপোষকতা। বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা করছে। এর স্বীকৃতিও পাচ্ছে এই সংগঠনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here