আজিজুলের সেঞ্চুরিতে সিরিজ ড্র করল বাংলাদেশ

0
আজিজুলের সেঞ্চুরিতে সিরিজ ড্র করল বাংলাদেশ

রাজশাহীতে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম যুব ওয়ানডেতে অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জেতালেন অধিনায়ক আজিজুল হাকিম। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে।

বাংলাদেশের লক্ষ্য ছিল ২০৯ রান। কঠিন পরিস্থিতিতে ১৬১ রানে ৭ উইকেট হারানো অবস্থায় আজিজুল একপ্রান্তে থেকে দলের দায়িত্ব নেন। তিনি ১১৮ বলে ১০০ রান করেন, ৭টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসটি দলের জয় নিশ্চিত করে। অষ্টম উইকেটে শাহরিয়া আল-আমিনের সঙ্গে ৩৫ বলে ৪৬ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন।

আজিজুলের সঙ্গী হিসেবে শেষ পর্যন্ত শাহরিয়া ১৭ রান অপরাজিত ছিলেন। অন্যদিকে, চারে নামা রিজান হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন। জয় নিশ্চিত হওয়ার পর স্বাধীন ইসলাম ম্যাচের শেষ বলেই চার মেরে বাংলাদেশের জয় চূড়ান্ত করেন।

এর আগে আফগানিস্তান ৮ উইকেটে ২০৮ রান তুলেছিল, যেখানে ওপেনার ওসমান সাদাত ৬৮ রান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here