আজারবাইজানের প্লেন বিধ্বস্ত, কেন ক্ষমা চাইলেন পুতিন?

0

আজারবাইজান এয়ারলাইন্সের একটি প্লেন কাজাখস্তানে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নানা বিষয় আলোচনায় আসছে। প্রথমে পাখির সাথে ধাক্কা লাগার কথা শোনা গেলেও পরে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কার কথাও ওঠে। অনেকেরই অভিযোগের তীর যায় রাশিয়ার দিকে। বলা হয়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই যাত্রীবাহী প্লেনটিকে ভূপাতিত করেছে।

এবার সেই ঘটনায় ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন পুতিন। তবে এ ঘটনায় রাশিয়ার ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

গত বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইনসের একটি প্লেনটি বিধ্বস্ত হয়। এটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে যাচ্ছিল। এতে ৩৮ জন নিহত হন। প্লেনটিতে যাত্রী-ক্রু মিলে ৬৭ আরোহী ছিলেন।

এই দুর্ঘটনার তিন দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের ড্রোন প্রতিহত করার সময় ‘মর্মান্তিক এ ঘটনা’ ঘটে। বিভিন্ন খবরে বলা হয়, উড়োজাহাজটি চেচনিয়ায় অবতরণের চেষ্টার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলার শিকার হয়। তখন উড়োজাহাজটি দিক পরিবর্তন করে কাস্পিয়ান সাগর পার হয়ে আসে।  

শনিবারের আগে, ক্রেমলিন আজারবাইজানের বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে কোন মন্তব্য করেনি। তবে রাশিয়ান বিমান কর্তৃপক্ষ বলেছিল, চেচনিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে ওই অঞ্চলের পরিস্থিতি ‘খুব জটিল’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here