সরকারি ছুটির মধ্যেও দেশের কিছু এলাকার ব্যাংকিং কার্যক্রম আজ বুধবারও চলমান থাকছে। বিশেষ করে, পোশাক শিল্প এলাকায়। খোলা থাকা শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করা যাবে।
মূলত রফতানি বিল বিক্রয় ও শ্রমিক-কর্মচারীর বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু ব্যাংকের শাখা খোলা থাকছে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহের কার্যক্রম আজ চলমান থাকছে। লেনদেন পরিচালিত হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, আর ব্যাংক খোলা থাকবে বিকাল ৩টা পর্যন্ত।