আজও বন্ধ নিউ সুপার মার্কেট

0

ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ঈদ সামনে রেখেও বন্ধ রাখা হয়েছে রাজধানীর নিউ সুপার মার্কেট। আগুনের ঘটনায় নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কেটটি বন্ধের ঘোষণা করা হয়েছে। ফলে জনবহুল এই মার্কেটটি পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়। 

রবিবার সকালে রাজধানীর নিউ সুপার মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর পর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়। তাদের সহযোগিতা করেন স্বেচ্ছাসেবীরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here