আজও খোলা থাকছে রাষ্ট্রয়াত্ত্ব চার ব্যাংক

0

ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শুক্রবারও খোলা থাকছে রাষ্ট্রয়াত্ত্ব চার ব্যাংক। ব্যাংক গুলো হলো সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক। 

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই চার ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহকে সীমিত সংখ্যক লোক বলের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকবে জুমা’তুল বিদার জন্য বিরতি।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের ঈদুল ফিতরের পূর্বেই বেতন ভাতাদি উত্তোলনের সুবিধার্থে বৃহস্পতিবার এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here