আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাক্সওয়েলের জরিমানা

0

আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় পাঞ্জাব কিংসের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গতকাল রাতে পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচের আচরণবিধি লঙ্ঘনের এ ঘটনাটি ঘটে।

আইপিএল কর্তৃপক্ষ ম্যাক্সওয়েলের অপরাধের সঠিক বিবরণ প্রকাশ না করলেও এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাক্সওয়েল ম্যাচ চলাকালীন ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহারসংক্রান্ত আর্টিকল ২.২-এর অধীনে লেভেল-১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।’

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাঞ্জাব কিংসের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে দুই বল খেলে অশ্বিনের বলে কট অ্যান্ড বোল্ড হন ম্যাক্সওয়েল। প্রিয়াংশ আর্যর ৪২ বলে ১০৩ রান এবং শশাঙ্ক সিং (৩৫ বলে ৫২*) ও মার্কো ইয়ানসেনের (১৯ বলে ৩৪*) ভর করে পাঞ্জাব কিংস ৬ উইকেটে ২১৯ রান তুলে ১৮ রানে জয় পায়। 

চলতি আইপিএলে পাঞ্জাব কিংস চার ম্যাচে তিনটিতে জয় পেলেও ফর্মে নেই ম্যাক্সওয়েল। পাঞ্জাবের পরবর্তী ম্যাচ শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here