আচরণবিধি ভঙ্গে শাস্তি পেলেন বুমরাহ

0

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। শাস্তি হিসেবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে বুমরাহকে। 

সোমবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নিয়মের ২.১২ ধারায় ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শকসহ অন্য কোনো লোকের সঙ্গে বিধিবহির্ভূত শারীরিক সংঘর্ষ এক ধরনের অপরাধ। এই ঘটনায় বুমরাহর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস এবং চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন বুমরাহ। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তমে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। হায়দারাবাদে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২৮ রানে হেরে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here