আগে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে: সৌরসেনী

0
আগে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে: সৌরসেনী

গত বছর শীতে জমিয়ে প্রেম করেছিলেন টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এ বছর তিনি ‌‘সিঙ্গেল’। অন্তত তার কথায় এমনটাই বোঝা যায়। এজন্য একটি বিষয় নিয়ে আক্ষেপে পুড়ছেন অভিনেত্রী, যা খোলাসা করলেন নিজেই।  

ভারতীয় গণমাধ্যমে সূত্রে খবর, একসময় ব্যবসায়ী নিখিল জৈনের ব্যবসার প্রচারমুখ ছিলেন সৌরসেনী। সেই সূত্রেই বাড়ে দুজনের ঘনিষ্ঠতা, যা পরে মন দেওয়া-নেওয়ায় গড়ায়। এ বছরের শুরুতে তেমনটা প্রকাশ্যেই এনেছিলেন সৌরসেনী। তবে এবার অভিনেত্রীর মন্তব্যে যেন বিচ্ছেদের সুর। 

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী। সেখানেই শীতকালের প্রসঙ্গ টেনে এক আক্ষেপের কথা বলেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মজার ছলে অভিনেত্রী বলেন, একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের (প্রেমিক) থেকে তার হুডি চুরি করতাম। এবার আর সেটা হবে না। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে। এবার আর চুরি করা যাবে না।

অভিনেত্রীর এমন মন্তব্যে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। তাদের প্রশ্ন, তবে কি সৌর-নিখিল আলাদা হয়ে গেলেন। যদিও এ বিষয়ে দুজনের কেউই আলাদাভাবে কিছু বলেননি। 

প্রসঙ্গত, নিখিল জৈন টলিউডের আরেক নায়িকা নুসরাত জাহানের সাবেক স্বামী। নুসরাতের সঙ্গে বিয়ে ভাঙার পরেই সৌরসেনীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি, এমনটাই গুঞ্জন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here