আইপিএলের ষোড়শ আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে আপাতত মুস্তাফিজ বিসিবির ছাড়পত্র পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আল হাসান আর লিটন কুমার দাস এখনও ছাড়পত্র পাননি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচের জন্য এখনও সাকিব-লিটনকে এনওসি দেয়নি বিসিবি। কারণ- সাকিব হলেন টেস্ট অধিনায়ক আর লিটন মহাগুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। গতকাল শুক্রবারও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তারা তাদের সিদ্ধান্তে অটুট আছেন। তা ছাড়া বারবার একই প্রশ্ন করায় তিনি রেগেও যান। পাশাপাশি বাংলাদেশের তিন ক্রিকেটারকে আইপিএলে মাঠে নামানো হবে কি না- সেটা নিয়েও সন্দেহ পোষণ করেন পাপন।