আগুন নিয়ে খেলবেন না : ফিলিপাইনকে চীন

0

তাইওয়ানের নির্বাচন অনুষ্ঠানের পর নতুন নেতা লাই চিং তে-কে অভিনন্দন জানানোর কারণে ফিলিপাইনকে হুঁশিয়ার করেছে চীন। 

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রকে ভর্ৎসনা করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিপাইনের পক্ষ থেকে এই শুভেচ্ছা বাণী ‘এক চীন নীতির’ চরম লঙ্ঘন।

এ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউ নিং বলেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসের মন্তব্য ম্যানিলার কূটনৈতিক প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক। তারা এর আগে অঙ্গীকার করেছে যে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।

মাউ নিং বলেন, মার্কোসের সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে বেইজিং তার কঠোর অবস্থান প্রকাশ করছে এবং ম্যানিলাকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দিচ্ছে। বেইজিং আশা করে, তাইওয়ান প্রশ্নে ফিলিপাইন আগুন নিয়ে খেলা থেকে বিরত থাকবে।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here