আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে খুশি কৃষকরা

0

আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগাম জাতের আলু আবাদে বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজারে চাহিদার সাথে আলুর দাম বেশি থাকায় কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছে। এখন দিনাজপুরের কাহারোল, চিরিরবন্দরসহ বিভিন্ন এলাকায় চলছে আগাম জাতের আলু তোলার ধুম। ফলন ভাল এবং বাজারে আলুর দাম বেশি থাকায় কৃষকরা খুশি। এখন আলু ক্ষেত থেকে পাইকাররা ৪৩ টাকা কেজি দরে আলু কিনে নিয়ে যাচ্ছে।

জেলার চিরিরবন্দর উপজেলার কৃষক ময়ছার আলী বলেন, এবার আগাম জাতের আলু লাগিয়েছি দেড় বিঘা জমিতে। ৫৫ দিন পর ক্ষেত থেকে নুতন আলু তুলতে শুরু করেছি। আলুর ফলন ভালো হয়েছে। এবার আবহাওয়া ভালো থাকায় কীটনাশক স্প্রে করতে হয়নি। দেড় বিঘা জমিতে আলুর উৎপাদন খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আলু বিক্রি করার জন্য হাটে নিয়ে যেতে হচ্ছে না। পাইকাররা জমি থেকে আলু ৪৩ টাকা কেজিতে কিনে নিয়ে যাচ্ছে। দেড় বিঘা জমিতে উৎপাদন খরচ বাদ দিয়েও প্রায় দুই লাখ টাকা লাভ হবে আশা করছি।

একই এলাকার আলু চাষি সুকুমার রায় জানান, তার এক বিঘা জমিতে আলু চাষ করে ৫৫ হাজার টাকা লাভ হয়েছে। এবার এক কেজি আলু জমি থেকে ৪৩ টাকা থেকে ৪৪ টাকা করে পাইকারি বিক্রি করছেন বলে জানান তিনি।

চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস জানায়, আগাম জাতের আলু চাষিরা ৫৫ থেকে ৬০ দিনে ফসল উত্তোলনের পর আবার তারা ভুট্টা ও বোরো ধান লাগাবে। বাজারে আলুর দাম ভালো থাকায় আগাম জাতের আলু চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, দিনাজপুর জেলায় ২০ হাজার ৫৯০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে। এবার আগাম জাতের আলু হেক্টর প্রতি ফলন হয়েছে ১৭ মেট্রিক টন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here