আগামী সপ্তাহে পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হবে : হামাস

0

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে হামাস।

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা আগামী সপ্তাহে আবারও শুরু হবে। প্রতিনিধি দল হামাস নেতৃত্বের সাথে পরামর্শের জন্য আজ সকালে কায়রো ত্যাগ করেছে। গাজায় আগ্রাসন বন্ধ, বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনা এবং গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তার জন্য আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, কায়রোতে আয়োজিত চার দিনের আলোচনায় কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here