আগামী সপ্তাহে তেহরানে যাচ্ছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী

0
আগামী সপ্তাহে তেহরানে যাচ্ছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানে ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভের মধ্যে আগামী সপ্তাহে দেশটিতে সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদি। বিশ্লেষকদের মতে, এই সফরের মধ্যে দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ার নিয়েও দুই দেশের নেতারা আলোচনা করবেন। 

দেশটির সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের পরিকল্পনা করছেন। সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। প্রতিবেদনে সফরের সময় এখনও চূড়ান্ত না হলেও, আগামী শনিবার (১০ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর আসছে বলে উল্লেখ করা হয়েছে। 

দুই দেশের কূটনৈতিক পর্যায়ের নেতারা মনে করছেন, বুসাঈদির সফরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেহরানের জন্য স্পষ্ট বার্তা দেওয়া হবে। এছাড়া আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে ওমানের দীর্ঘস্থায়ী ভূমিকা এবং ইরান ও অন্যান্য দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার প্রচেষ্টা অব্যাগত রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here