আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে রাফা সীমান্ত: ওয়াশিংটন

0
আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে রাফা সীমান্ত: ওয়াশিংটন

বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে আগামী সপ্তাহ থেকে আবারও গাজার রাফা সীমান্ত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াশিংটন সমর্থিত ফিলিস্তিনি টেকনোক্র্যাট নেতা আলী শাথ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। 

তিনি বলেন, যুদ্ধবিরতি শক্তিশালী করতে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ‘বোর্ড অব পিস’ আনুষ্ঠানিকভাবে চালু করার জন্য বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। ফিলিস্তিনিদের চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য গাজার প্রধান সীমান্ত পথটি পুনরায় খুলে দেওয়া হচ্ছে।

আলী শাথ বলেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি, রাফা সীমান্ত আগামী সপ্তাহে উভয় দিক থেকেই খুলে দেওয়া হবে। ফিলিস্তিনিদের জন্য রাফা কেবল একটি দরজার চেয়েও বেশি কিছু। এটি একটি জীবনরেখা এবং সুযোগের প্রতীক।

তিনি জোর দিয়ে বলেন, রাফা খুলে দেওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে, গাজা আর ভবিষ্যতে যুদ্ধের জন্য বন্ধ নেই।

ফিলিস্তিনে গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসনের পর ২০২৪ সাল থেকে রাফাহ সীমান্ত বন্ধ রয়েছে। তবে সীমান্ত পথটি আবারও খুলে দেওয়ার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

যুদ্ধবিরতি চুক্তির ফলে গাজার অর্ধেকেরও বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়, যার মধ্যে সীমান্ত ক্রসিংয়ের সংলগ্ন এলাকাও রয়েছে। হামাস ছিটমহলের বাকি অংশ নিয়ন্ত্রণ করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here