আগামী বছর আসছে এম৩ চিপের ম্যাকবুক প্রো ও মিনি

0

আগামী বছর বাজারে আসতে পারে অ্যাপলের নিজস্ব চিপ এম৩ দিয়ে তৈরি ল্যাপটপ ম্যাকবুক প্রো ও ম্যাক মিনি। বিভিন্ন গণমাধ্যমের খবরে এমন তথ্যই পাওয়া গেছে।

এম২ লাইনআপের সূত্র ধরে শিগগিরই এম৩ চিপ প্রকাশ্যে আসবে। আগামী মাসে এ চিপ যুক্ত ম্যাকবুক এয়ার ও ম্যাক মিনি বাজারজাতের কথা ভাবছে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট। 

তিনি আরো জানান, ২০২৪ সালের শেষ নাগাদ ডিভাইসগুলো বাজারে আসবে। তাই এগুলো যে এম৩ চিপের প্রথম ডিভাইস হবে তা নয়। আগামী বছরের মাঝামাঝি সময়ে ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো মডেল বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের অক্টোবরে এম৩ চিপের ম্যাক ডিভাইস আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো, একটি ম্যাকবুক এয়ার ও ২৪ ইঞ্চির আইম্যাক রয়েছে। অ্যাপলের নতুন এম৩ প্রসেসরটি ৩ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here