আগামী নির্বাচন থেকে নতুনভাবে দেশ গড়ার সুযোগ পাব: ইসি সানাউল্লাহ

0

আগামী নির্বাচন থেকে আপনারা নতুনভাবে দেশ গঠনের সুযোগ পাবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, বিগত দিনে দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছিল। মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল। চরম আস্থাহীনতার মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে একটি ভালো নির্বাচন জাতির সামনে উপহার দিতে এ নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা বাংলাদেশের অন্যতম একটি মডেল নির্বাচন। এ নির্বাচন থেকে আমরা নতুনভাবে দেশ বিনিমার্ণের সুযোগ পাব।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ আরও বলেন, একটা ভালো নির্বাচন উপহারের প্রত্যয় নিয়ে নির্বাচন কমিশন শুধুমাত্র সামনে থেকে নীতিমালা প্রণয়ন, দিক নির্দেশনা ও নেতৃত্ব দিতে পারে। কিন্তু মাঠ পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে সবাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জন্য দায়বদ্ধ। আগামী নির্বাচন থেকে আমরা নতুনভাবে দেশ বিনিমার্ণের সুযোগ পাব। একটি গণতন্ত্রের উত্তোলন ঘটবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এর সঙ্গে আমাদের সামাজে স্থিতিশীলতা, সামাজিক ন্যায় বিচার, গণতান্ত্রিক উত্তোলন, আন্তজাতিক পরিমণ্ডল ও জাতীয় নিরাপত্তা সম্পৃক্ত।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনার ওপর মানুষের চরম আস্থাহীনতা কাজ করছিল। এমন অবস্থায় দেশের ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে। এর বাইরে মাঠ পর্যায়ে আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নির্বাচন দিতে দায়বদ্ধ।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মারুফাত হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here