২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সোমবার কথা বলেছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, ওই নির্বাচনে লড়াই করার পরিকল্পনা তার আছে। তবে ঘোষণা দেওয়ার মতো প্রস্তুতি তিনি এখনো নিয়ে উঠতে পারেননি।
বাইডেন এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার পরিকল্পনা চলমান… কিন্তু তবে এখনই সে ঘোষণা দেওয়ার জন্য আমরা প্রস্তুত নই।’
হোটাই হাউজের শীর্ষ উপদেষ্টারা বাইডেনের নির্বাচনে লড়ার বিষয়টি দেখভাল করছেন এবং নির্বাচনী প্রচার শুরুর বিষয়টি নিয়ে ভাবছেন বলে জানানো হয়েছে এনবিসির আরেকটি প্রতিবেদনে।
সূত্র: রয়টার্স