সাংবিধানিক ধারা মেনে হবে আগামী ভোট হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, নির্বাচনমুখী দল হিসেবে তাতে অংশ নেবে জাপা। সোমবার গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এক ইফতারের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, জাপায় কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনা যারা মানবেন না, তারা দলের ও নিজের ক্ষতি ডেকে আনবেন। এ ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে দলের সংস্কার করতে দ্রুত কাউন্সিল করতে হবে।
জাপার বর্তমান নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি ও কারী হাবিবুল্লাহ বেলালী ছিলেন রওশনের ইফতারে। বক্তৃতা করেন রওশনপুত্র রাহগির আল মাহি এরশাদ সাদ।