আগামী ছুটি কাশ্মীরেই কাটাব: সুনীল শেট্টি

0

কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার স্বপ্ন দেখেন প্রায় প্রত্যেক ভারতীয়। কিন্তু কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে সেই স্বপ্নভঙ্গ হয়েছে অনেকের। কাশ্মীরের ট্যুর ইতোমধ্যেই বাতিল করেছেন অনেকেই। তবে এই আতঙ্কের মধ্যেই এবার সবাইকে নির্ভীক থাকার বার্তা দিলেন অভিনেতা সুনীল শেট্টি।

পেহেলগাম সন্ত্রাসী হামলার মধ্যেই সুনীল শেট্টি প্রত্যেককে কাশ্মিরে ছুটি কাটাতে যাওয়ার আহ্বান জানালেন। পাশাপাশি আগামী ছুটিতে তিনি যে নিজেও কাশ্মিরে যেতে চান, সে কথাও বললেন।

সম্প্রতি লতা দিনানাত মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘এই মুহূর্তে প্রত্যেক ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভয় এবং ঘৃনা ছড়ানোর চেষ্টা করছে, তাদের দিকে কর্ণপাত না করে সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমাদের দেখাতে হবে, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’

সুনীল বলেন, ‘আমাদের প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ছুটিতে আমরা কাশ্মীরেই ঘুরতে যাব। জঙ্গিদের দেখাতে হবে যে আমাদের ভয় দেখানো এত সোজা নয়। আমরা কোনও কিছুতেই ভয় পাব না। কাশ্মীর বয়কট করা কোনও সমাধান নয়।’

অভিনেতা আরও বলেন, আমি নিজে থেকে কতৃপক্ষকে ফোন করে জানিয়েছি, আপনাদের যদি মনে হয় যে আগামী দিনে আমাদের ওখানে যাওয়া উচিত তা ছুটি কাটাতে হোক বা শ্যুটিং করতে, তাহলে আমরা অবশ্যই আসব। জঙ্গিদের ভয়ে আমরা কিছুতেই পিছিয়ে আসব না।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগাম এলাকার বৈসরন উপত্যকায় জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here