আগামী আইপিএলের জন্য নিজেকে তৈরিতে ব্যস্ত ধোনি

0

আরেকটি আইপিএল মৌসুম এগিয়ে আসছে আর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে পুরোনো প্রশ্নও উচ্চকিত হচ্ছে। এই মৌসুমই কি শেষ? বরাবরের মতো উত্তর অজানা এখনও। চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান যেমন বললেন, তার এটা জানা নেই। সময় হলে উত্তরটা ধোনি নিজেই দেবেন বলে জানালেন তিনি।

২০১৯ বিশ্বকাপের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না ধোনি। ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে অনেক আলোচনা, নানা জল্পনার পর ২০২০ সালের অগাস্টে সামাজিক মাধ্যমে ছোট্ট এক বার্তায় তিনি অবসরের বার্তা জানিয়ে দেন। এরপর থেকে শুধু আইপিএলই খেলছেন এই কিপার-ব্যাটসম্যান।

আইপিএল মৌসুম শেষ হওয়ার পর গত জুনে হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। ৪২ বছর বয়সী কিংবদন্তি যে এবারের আইপিএলেও খেলছেন, তা এখন নিশ্চিত। তবে যথারীতি নিশ্চিত নয়, এটিই শেষ কি না। চেন্নাইয়ে ‘জুনিয়র সুপার কিংস’-এর উদ্বোধনী আয়োজনে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথানের দিকে ছুটে গেল এই প্রশ্ন। তার উত্তরে নতুন কিছু পাওয়া গেল না।

তিনি জানান, এটা তো আসলে আমার জানা নেই। সে নিজেই আপনাকে সরাসরি উত্তর দেবে। সে কী করবে, তা তো আমাদেরক বলে না। ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী জানালেন, ধোনি আপাতত নতুন মৌসুমের জন্য নিজেকে তৈরি করার লড়াইয়ে ব্যস্ত।  এখন সে ভালো আছে। তার পুনবার্সন চলছে। জিমে কাজ করছে। সম্ভবত আর দিন দশেকের মধ্যে সে নেট  অনুশীলনও শুরু করবে।

ধোনির নেতৃত্বে আইপিএলে ৫টি শিরোপা জিতেছে চেন্নাই। রোহিত শার্মার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সফলতম অধিনায়ক তিনি। চেন্নাইয়ের মতা ৫টি ট্রফি আছে মুম্বাইয়েরও। তবে মুম্বাই রানার্স আপ হয়েছে ১ বার, চেন্নাই ৫ বার। ১৪ আসরের মধ্যে ১০ বারই ফাইনাল খেলা চেন্নাই সুপার কিংস তাই নিঃসন্দেহে আইপিএলের সবচেয়ে সফল দল। ফাইনাল খেলা সব আসরেই তাদের অধিনায়ক ছিলেন ধোনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here