আগামীতে যেন ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট: প্রাণিসম্পদ উপদেষ্টা

0
আগামীতে যেন ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট: প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় গণভোট মূলত সেজন্যই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধ করতে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ফরিদা আখতার বলেন, আমরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলতে চাই। কারণ, নির্বাচনের পরের সরকার গঠন হলে তাদেরও যে কিছু দায়িত্ব আছে সেটা অন্তবর্তীকালীন সরকার জনগণের মতামত নিয়ে দিয়ে যেতে চায়। জুলাই সনদের বাস্তবায়ন যেন সম্ভব হয়, জুলাই সনদে যে আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সেটি যেন সফল হয়। 

তিনি আরো বলেন, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি। জনগণের কাছে আমরা যেন বলতে পারি, শুধু নির্বাচন দেওয়ার জন্য সরকার গঠন করিনি। আগামীতে সরকার কেমন হবে সে বিষয়েও জনগণের রায় নেওয়ার চেষ্টা করেছি। আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই মূলত গণভোট।

সুধী সমাবেশে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দকী, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরিক্ষিৎ চৌধুরী। 

এছাড়া জুলাইযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়রাও সমাবেশে উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here