টানা হারতে থাকা ইন্টার মায়ামিকে স্বয়ং দেবদূত হয়ে জয়ের বৃত্তে নিয়ে এসেছেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইনের হাত ধরে কেবল মায়ামি নয় গোটা মার্কিন ফুটবলই যেন নতুন করে জেগে উঠেছে। জো বাইডেনের দেশে চলছে মেসি জোয়ার।
গোলের পর গোল করে দলকে জিতিয়ে চলা মেসির সামনে এবার সেমিফাইনালের টিকেট নিশ্চিত করার পালা। আগামীকাল শনিবার সেই মিশনে নামছেন মেসি। এই ম্যাচে জয় পেলেই মায়ামির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
বাংলাদেশ থেকে মেসিদের খেলা উপভোগ করতে সাবস্ক্রিপশন থাকতে হবে অ্যাপল টিভির।
এখন পর্যন্ত মায়ামির জার্সিতে চার ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি। সাথে তিনটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন এই তারকা।