লোকসভা নির্বাচনের প্রচারে আবারও পশ্চিমবঙ্গে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল রবিবার হুগলি, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া জেলায় মোট চারটি জনসভা করবেন তিনি।
আজ শনিবারই কলকাতায় যাবেন মোদি। রাত্রিবাস করবেন রাজভবনে। মোদির সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে কলকাতাকে। শনিবার বিকেল থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে কলকাতার বেশ কিছু রাস্তায়।
সোমবার ভারতে এবং রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। মোদির প্রথম সভাটি হবে সকাল সাড়ে ১১টা নাগাদ, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে সভা করবেন তিনি। মোদি দ্বিতীয় সভাটি করবেন চুঁচুড়ায়, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে। বিজেপি সূত্রে খবর, মোদীর দ্বিতীয় সভাটি হবে দুপুর ১টার দিকে। চুঁচুড়ায় সভা করার পরেই দুপুর আড়াইটার দিকে মোদির তৃতীয় সভাটি শুরু হওয়ার কথা। এই সভাটি তিনি করবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুড়শুড়ায়, বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে।