আখাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মুরাদ বিমানবন্দরে আটক

0
আখাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মুরাদ বিমানবন্দরে আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুরাদ হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

আখাউড়া থানা পুলিশের একটি টিম ভোর রাতে মুরাদ হোসেনকে আখাউড়া থানায় নিয়ে আসে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মুরাদ হোসেন ভূইয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ২০ অক্টোবর আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে ২৫ নামের উল্লেখ করে আখাউড়া থানায় একটি মামলা করেন। মুরাদ হোসেন ভূইয়া ওই মামলার ১১নং এজহারনামীয় আসামি। ২০২০ সালে গণঅধিকার পরিষদের ব্যানারে আখাউড়ায় কম্বল বিতরণ করতে এলে বিবাদীরা মারধর ও ককটেল বিস্ফোরণ করে কম্বল ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here